
শালিমারের দুর্গাপূজার বিজ্ঞাপন তার মনন এবং আন্তরিকতার কারণে আজও সমান ভাবে বাঙালির হৃদয় জুড়ে বিরাজ করে।
দুর্গাপূজা মানেই হাজারো বিজ্ঞাপনের ভীড়। আর এই অজস্র বিজ্ঞাপনের মাঝে শুধুমাত্র হাতেগোনা কিছু বিজ্ঞাপনই মানুষের মন ছুঁয়ে যায়, আর তার রেশ রেখে যায় দীর্ঘদিন। এরকম দীর্ঘ সময় ধরে মানুষের মন কেড়ে নেওয়া দুর্গাপূজার বিজ্ঞাপনের তালিকা শালিমার ছাড়া একপ্রকার অসম্পূর্ন ।
শালিমারের দুর্গাপূজার বিজ্ঞাপন শুধুমাত্র একটি সাধারন বিজ্ঞাপণ নয়। বিজ্ঞাপনের ভাবনা আর তার বিষয়ের গভীরতা বছরের পর বছর ধরে বাঙালি এবং শালিমারের মধ্যে একটি আত্মীক সম্পর্ক গড়ে তুলেছে এবং সময়ের সাথে সাথে, বিজ্ঞাপনগুলি হয়ে উঠেছে দুর্গা পূজা তথা বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।
বাঙালির জীবনে দুর্গাপূজা এবং পূজার বিজ্ঞাপনের ভূমিকা নিয়ে সময়োপযোগী এরকম একটি মনোগ্রাহী প্রতিবেদনের লেখার জন্য @inscript.me কে জানাই অসংখ্য ধন্যবাদ।
https://inscript.me/remembering-the-old-durga-puja-how-it-changed